বোয়ালখালীতে সিএনজিচালিত টেম্পো উল্টে একই পরিবারের ৬ জন আহত হয়েছে। আহতরা এক আত্মীয়ের নিমন্ত্রণে যোগ দিতে যাচ্ছিলো বলে জানিয়েছেন তারা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কানুনগোপাড়া সড়কের অলি বেকারি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো, বিকাশ নাথ (৩১), প্রীতি নাথ (৩৪), অন্তু নাথ (১৩), সন্তোষ নাথ (৬১), বিনতি নাথ (৫০) ও বেবি নাথ (৫৫)। তারা সকলে একই পরিবারের সদস্য এবং উপজেলার খরণদ্বীপের বাসিন্দা।