সম্প্রসারিত পোর্ট কানেক্টিং রোডের নয়া বাজার মোড়ে প্রতিদিনই বাজার বসছে। ব্যস্ততম এ সড়কটিও দখলে নিয়েছে হকাররা। স্থানীয় ও পথচারীদের অভিযোগ, হালিশহর রোডের নয়াবাজারে এমনিতেই সড়ক দখল করে বাজার গড়ে তোলা হয়েছে। মসজিদের অপরপাশে থাকা কবরস্থানের পবিত্রতাও মানছে না হকাররা। কবরস্থান ঘেঁষেও বসছে ভ্যান গাড়ি। এতে সরু সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। এভাবে সড়কের একপাশ দখল করতে করতে এখন পোর্ট কানেক্টিং রোডের নয়া বাজার মোড়টিও দখলে নিয়েছে হকাররা। প্রতিদিন সন্ধ্যায় এখানে বসছে বাজার। একই স্পটে থামছে টেম্পোসহ অন্যান্য গাড়িও। এতে প্রতিদিন সন্ধ্যায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট যা আমতল ছেড়ে বৌ বাজার বা কাঁচা রাস্তা পর্যন্ত গিয়েও ঠেকছে। অফিস ফেরত মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। পথচারীরা বলছেন, পোর্ট কানেক্টিং রোডে বড় বড় সব গাড়ি চলাচল করে। এর মধ্যে সড়কটিতে যেভাবে হকার বসছে তাতে করে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।