বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইসমাইলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরের পাহাড়তলী থানার লোহারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারো পাঠানো হয়। ধৃত ইসমাইল কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পাহাড়তলী থানার ওসি মো. বাবুল আজাদ সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ কয়েকটি মামলার আসামি ধৃত কাউন্সিলর। ওসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।