জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ ও তার সহযোগীরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে দেশে ইসলামী শিক্ষা–সংস্কৃতি ও তাহজিব–তামাদ্দুনকে কোণঠাসা করে রেখেছিলো। ওরা ইসলামপ্রিয় তৌহিদি জনতাকে জঙ্গি–সন্ত্রাসী হিসেবে বিশ্বের কাছে পরিচিত করাতে এহেন কোনো অপচেষ্টা নেই যা তারা করেনি। মহান আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জালিমরা একটা পর্যায়ে গিয়ে ধরা পড়েই। যুগে যুগে ফেরাউন–নমরুদ কেউই আল্লাহর পাকড়াও থেকে রেহাই পায়নি। বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনাও রেহাই পায়নি। তিনি গতকাল বৃহস্পতিবার দক্ষিণ চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার ২১৫তম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন ছিলেন মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, রাহবারে বায়তুশ শরফ শাহ মাওলানা আব্দুল হাই নদভী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো–ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। এসময় আরো উপস্থিত ছিলেন চুনতী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রফেসর ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, সাতকানিয়ার সাবেক চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হক, আঞ্জুমানে তোলাবায়ে সাবেক্বিনের সভাপতি মাওলানা মমতাজুর রহমান, মাওলানা মোহাম্মদ ইছহাক, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক ও প্রাক্তন ছাত্রবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।