কাট্টলি ভূমি অফিসের মূল ফটকে ফোর ওয়ে টেস্ট স্থাপন

রোটারি ক্লাব অব চিটাগাং ওয়াটারফল

| শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং ওয়াটারফল কাট্টলি ভূমি অফিসের মূল ফটকের দেয়ালে পাথর দিয়ে খোদাই করে রোটারির ফোর ওয়ে টেস্ট স্থাপন করে। গত ৫ ফেব্রুয়ারি এটি উদ্বোধন করেন পিডিজি ইঞ্জিনিয়ার আবদুল আহাদ। ক্লাব সভাপতি প্রিন্সিপাল শাহিন আলরাজির সভাপতিত্বে এবং ইভেন্ট চেয়ার পিপি নুরুল আলম চৌধুরী কিরণের সঞ্চালনায় বক্তব্য রাখেন রিপসা প্রতিনিধি পিপি আফতাব উদ্দিন সিদ্দিকি, সিপি প্রফেসর ফাতেমা জেবুন্নেসা, পিপি অধ্যাপক জাকারিয়া, পিপি রেজাউর রহমান খোকন, ভূমি অফিস প্রতিনিধি নাজির মিজানুর রহমান, পিপি মোহাম্মদ শাহ আলম, পিপি আয়েশা বেগম, পিপি অধ্যাপক আরিফুর রহমান, রোটারিয়ান নাসিমা বেগম ডেইজি, রোটারিয়ান নাফিসা চৌধুরী, রোটারিয়ান নুরুন নবী, রোটারিয়ান শাহজাহান, রোটারিয়ান শাহিন সহ আরো অনেকে। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার পিডিজি আবদুল আহাদ বলেন, আজকের এই ফোর ওয়ে টেস্ট প্রতিস্থাপনের কারণে রোটারীর ইমেজ বৃদ্ধি পাবে। সাধারণ মানুষ রোটারীকে অনুধাবন করতে পারবে। রোটারী অংগণে রোটারী ক্লাব অব চিটাগাং ওয়াটারফলের ইমেজ বৃদ্ধি পাবে। এটি প্রশংসনীয় কাজ বলে তিনি মন্তব্য করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখার র‌্যালি
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে সাতকানিয়ায় মিছিল সমাবেশ