এনসিটি ও সিসিটি বেসরকারিকরণের প্রক্রিয়া প্রতিহতের আহ্বান

চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের মানববন্ধন

| শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর ভবন গেটের সম্মুখে বন্দর ইসলামী শ্রমিক সংঘের উদ্যোগে এনসিটি ও আইসিটি বেসরকারিকরণের প্রতিবাদে মানববন্ধন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন বিভাগ থেকে অনেক শ্রমিক কর্মচারী যোগদান করেন। মানববন্ধন অনুষ্ঠানে শ্রমিক সংঘের নেতৃবৃন্দ, যে কোনো মূল্যে এনসিটি ও সিসিটিকে বেসরকারিকরণের সকল উদ্যোগকে প্রতিহত করার জন্য বন্দর শ্রমিক কর্মচারীসহ দেশবাসীকে আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য দেন, চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, রেজাউল করিম সেলিম, আমিনুল ইসলাম রোমেল, রবিউল হাসান, মো. শাহ আলম প্রমূখ। উল্লেখ্য, মানববন্ধনের এক পর্যায়ে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন ইসলামী শ্রমিক সংঘের নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং বন্দর শ্রমিকদের দাবি দাওয়া আদায়ের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাজায় জাতিগত নির্মূলের বিরুদ্ধে ট্রাম্পকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে প্যানেল চেয়ারম্যানসহ আটক ২