পটিয়ায় ৩৫ বছর পর শুরু হতে যাওয়া শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা ও মাঠ পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ। আগামীকাল ৮ ফেব্রুয়ারি শনিবার থেকে এ টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেবে মোহাম্মদ নগর ফুটবল একাডেমি এবং চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন। গত ৪ ফেব্রুয়ারি বিকেলে পটিয়া কলেজ গেইটস্থ বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভা শেষে মাঠ পরিদর্শন করেন নেতৃবৃন্দ। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হলো–বোয়ালখালী ফুটবল একাদশ, ন্যামা ফুটবল একাদশ আগ্রাবাদ, কর্ণফুলী শহীদ জিয়া স্মৃতি ফুটবল একাদশ, লোহাগড়া ফুটবল একাদশ, দোহাজারী পৌরসভা ফুটবল একাদশ ও চন্দনাইশ স্পোর্টিং ক্লাব। আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ২ লাখ টাকা ও রানার্স আপ দলকে ১ লাখ টাকা প্রাইজমানিসহ প্রতিটি খেলায় ম্যান অব দা ম্যাচ পুরস্কার দেওয়া হবে। এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নাজমুল হক রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।