বই বিনিময় উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ। এতে যে কেউ নিজের একটি বই দিয়ে এখানে থাকা পছন্দের আরেকটি বই নিতে পারবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বই বিনিময় উৎসব চলে।
সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়ব আহমেদ সিয়াম জানান, শিক্ষার্থীরা নিজেদের সংগ্রহে থাকা বই নিয়ে আমাদের কাছে আসছেন। এরপর নিজেদের বই আমাদেরকে দিয়ে পছন্দমতো আমাদের স্টল থেকে অন্য বই নিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আমরা আনন্দিত। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক চবি ইংরেজি বিভাগের প্রফেসর জি এইচ হাবিব বলেন, এরকম বই বিনিময় উৎসব সত্যিই অনেক প্রশংসনীয়। আমরা চাই এমন আয়োজন আরও বেশি বেশি হোক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই আমরা প্রতি বছর একটা সেন্ট্রাল বইমেলা আয়োজনের চেষ্টা করবো। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের প্রকাশিত বই প্রদর্শন করতে পারবেন।