১৮৮৩ ইংরেজি সালে প্রতিষ্ঠিত ১৪৩ বৎসরের প্রাচীন পাঠশালা চন্দনাইশের বরমা ত্রাহি–মেনকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহষ্পতিবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ ইচ এম সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, শিল্পোদ্যোক্তা ও শিক্ষানুরাগী রুবেল দেব, বিদ্যালয় প্রতিষ্ঠাতার উত্তরসুরী লিটন সেনগুপ্ত বাবু, এসএমসি সদস্য মো. আবু জাফর, কামাল উদ্দীন, আনোয়ারুল ইসলাম, সাবেক এসএমসি সদস্য মো. আবুল কাশেম ও মোজাম্মেল হক। এতে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান সাজেদা সুলতানা। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ পরিচালনা করেন সর্বশিক্ষক সমীরণ কুমার দত্ত, গোপাল বিশ্বাস, কাঞ্চন চক্রবর্তী, মো. নুরুল হোসেন, শিউলী দাশ, শর্বরী দে, আমিনুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোহাম্মদ আজিজুর রহমান, পম্পা দাশ, কালিচরণ রায়, সঞ্জীব দত্ত, অপু কুমার দেব, টিটন দাশ, মো. ওয়াসিম, মো. সৈয়দ হাসান, উত্তম বড়ুয়া, মোহাম্মদ আবছার, উজ্জ্বল দাশ, জুয়েল শীল, কর্মচারী তপন ঘোষ, লুৎফুর রহমান, জসিম উদ্দীন, মিনু দে, স্বপন শুক্লদাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক সমীরন দাশ ও ক্রীড়া শিক্ষক টিটন দাশ। প্রতিযোগিতার ১৫টি ইভেন্টের ৩টি করে বিভাগে ১৪০টি পুরষ্কার প্রদান করা হয়।