মহেশখালীতে শ্বশুরবাড়ি থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দুই সন্তানের জননী এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বললেও নিহতের বাবার বাড়ির পক্ষ থেকে পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। নিহত গৃহবধূর নাম ইয়াতমিত আক্তার জেমি (২৮)। তিনি সিকদার পাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে।
এলাকাবাসীরা জানান, আট বছর পূর্বে মাতারবাড়ির সিকদার পাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে ইয়াতমিত আক্তার জেমি‘র সাথে একই ইউনিয়নের দক্ষিণ রাজঘাট বিলপাড়া গ্রামের আবুল কালামের পুত্র মাসুদ পারভেজ এর বিয়ে হয়। তাদের সংসারে ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী মাসুদ পারভেজ গত কয়েক বছর ধরে কুয়েত প্রবাসী।
নিহতের পরিবারের দাবি, ইয়াতমিত আক্তার জেমিকে শশুর বাড়ির লোকজন হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে।