স্টেডিয়ামে কনসার্ট,আজ বইমেলা বন্ধ রাখার সিদ্ধান্ত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৫ পূর্বাহ্ণ

ফ্লাওয়ার ফেস্ট’ এর ‘গালা নাইট’ কনসার্টকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার চট্টগ্রামে বন্ধ থাকবে অমর একুশে বইমেলা২৫। তবে আগামীকাল শুক্রবার থেকে নির্দিষ্ট সময়ে শুরু হবে মেলা। মাসব্যাপী ফ্লাওয়ার ফেস্ট হয়েছে সীতাকুণ্ড ফৌজদারহাটের ডিসি পার্কে। এ উপলক্ষে আজ দুপুরে গালা নাইট শুরু হবে এম এ আজিজ স্টেডিয়ামে। বইমেলা চলছে স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে। কনসার্টকে ঘিরে স্টেডিয়াম এলাকায় প্রচুর লোকের জমায়েত হয়ে ভিড় বাড়তে পারে। যার প্রভাব পড়তে পারে বইমেলায়। তাই ‘অনকাঙ্ক্ষিত’ পরিস্থিতি এড়াতে বইমেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)

বইমেলার আহ্বায়ক ও চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম আজাদীকে বলেন, জেলা প্রশাসন থেকেও মেলা বন্ধ রাখার বিষয়ে অনুরোধ ছিল। স্টেডিয়ামে কনসার্ট হবে, সেখানে প্রচুর লোকজন আসবেন। বেশি মানুষ হলে বইমেলায়ও এর চাপ পড়বে, এতে পদদলিত হওয়ার ঝুঁকি এড়াতে বইমেলা একদিন বন্ধ রাখা হচ্ছে। পরদিন থেকে যথাসময়ে মেলা শুরু হবে। প্রকাশকরা যদি চান সেক্ষেত্রে শেষ দিন মেলার সময় একদিন বৃদ্ধি করা হবে।

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন হাসান বাবু আজাদীকে বলেন, বইমেলা একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রকাশকরা মেনে নিয়েছেন। তবে প্রকাশকরা এটাও বলছেন, অতীতে ২১ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস অন্যান্য বিশেষ দিনে লক্ষাধিক পাঠকদর্শনার্থীর ভিড় হত মেলায়। এ ভিড় সামাল দিতে মেলায় অংশ নেয়া প্রকাশক এবং স্টল কর্মীরা অভ্যস্ত। তাই মেলা বন্ধ থাকায় প্রকাশকরা কিছুটা অসন্তুষ্ট। কনসার্ট চলাকালে মেলা চালু থাকলেই বরং ভাল হত। মেলায় আসা তরুণরা মেলা সম্পর্কে জানতে পারতেন। তিনি জানান, শুক্রবার বন্ধের দিন হওয়ায় সকাল ১০টা থেকে মেলা শুরু হবে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি দেশের দ্বিতীয় বৃহত্তম এ বইমেলা শুরু হয়। ২৬ দিন ব্যাপী এবারের মেলায় চট্টগ্রাম ও ঢাকার ১০৭ প্রকাশনা সংস্থার ১৪০টি স্টল রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটির আইন বিভাগের আঞ্চলিক সংলাপ আজ
পরবর্তী নিবন্ধকধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা