হারের দায় কাঁধে নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক সোহানের ফেসবুক স্ট্যাটাস

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০০ পূর্বাহ্ণ

আঘাত পাওয়ায় ম্যাচ শেষে অধিনায়কের তাৎক্ষণিক ভাবনা জানা যায়নি। পরে সংবাদ সম্মেলনেও আসেননি তিনি। অবশেষে ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘণ্টারও বেশি সময় পর নুরুল হাসান সোহানের প্রতিক্রিয়া জানা গেল। বিপিএলের এলিমিনেটর পর্ব থেকে দলের ছিটকে পড়ার পুরো দায় নিজের কাঁধেই নিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক। গত সোমবার খুলনার কাছে বিধ্বস্ত হওয়া এলিমিনেটর ম্যাচের শেষ দিকে কিপিংয়ের সময় আঘাত পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক সোহান। পরে দলের বিদায় নিয়ে আবেগময় বার্তা দিলেন সোহান মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে। তাতে তিনি লিখেন “প্রিয় রাইডার্স সমর্থকেরা, এটা ছিল আমার ব্যর্থতা এবং সম্পূর্ণ দায় আমি নিচ্ছি। প্রিয় রংপুর রাইডার্সকে ফাইনালে নিয়ে যেতে পারিনি আমি।” “ভবিষ্যতে আমি এই দলের অংশ থাকি বা না থাকি, রংপুর রাইডার্সের প্রতি আমার শুভ কামনা থাকবে সবসময়ই। এই দলের অংশ হতে পেরে এবং এরকম নিবেদিত মানুষগুলোর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ।” নিজের দিক থেকে চেষ্টার কোনো কমতি রাখেননি বলে দাবি সোহানের। ব্যর্থতার জন্য তিনি দুঃখ প্রকাশ করলেন আবার।

রংপুর রাইডার্সের ভালো পারফর্ম করা ও ফাইনালে খেলা ছাড়া আর বেশি কিছুই চাওয়া ছিল না আমার। বিশেষ করে আমাদের অনুগত সমর্থকদের ও ম্যানেজমেন্টের এটা প্রাপ্য ছিল তাদের তীব্র তাড়নার কারণেই। সততা ও পরিশ্রম দিয়ে নিজের সবটুকু উজাড় করে দিয়েছি আমি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পারিনি। আবারও দুঃখ প্রকাশ করছি। শক্তিসামর্থ্যে রংপুরকে এবার টেক্কা দেওয়ার মতো দল ছিল কেবল ফরচুন বরিশাল। সেই বরিশালকে টুর্নামেন্টের শুরুর দিকে দুই ম্যাচেই হারায় সোহানের দল। টানা আট ম্যাচ জিতে তারা সবার আগে নিশ্চিত করে ফেলে প্লেঅফে খেলা। কিন্তু গ্রুপ পর্বে পরের শেষ চার ম্যাচের একটিও তারা জিততে পারেনি। একসময় যে দলকে মনে হচ্ছিল নিশ্চিতভাবেই প্রাথমিক পর্ব শেষে শীর্ষে থাকবে, তাদেরকে শেষ পর্যন্ত তিনে থেকে এলিমিনেটর খেলতে হয়। টিকে থাকার লড়াইয়ে তারা জরুরিভাবে উড়িয়ে আনে আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিন্সকে। কিন্তু বিপুল অর্থ খরচ করেও হারানো সেই সুর আর ধরতে পারেনি দলটি। তারকাবহুল দল নিয়েও সবচেয়ে বাজে পারফরম্যান্স মেলে ধরে তারা এলিমিনেটর ম্যাচেই।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ ও হত্যার হুমকি পেয়ে থানায় জিডি করলেন সুমাইয়া
পরবর্তী নিবন্ধএবার নারী ও শিশু ক্রীড়াবিদদের মানববন্ধন