তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত হয় অনূর্ধ্ব–১৮ কাবাডি প্রতিযোগিতা। চট্টগ্রামের ১৫টি উপজেলার কাবাডি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার জেলা পর্যায়ের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা গতকাল বুধবার আউটার স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। দুই দিন ব্যাপী উক্ত প্রতিযোগিতার বালক বিভাগের প্রথম সেমিফাইনালে বাঁশখালী উপজেলা ৫৯–১২ পয়েন্টে সন্দীপ উপজেলাকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ন হয়। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে লোহাগাড়া উপজেলা ৪৪–২৯ পয়েন্টে হাটহাজারী উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। একই মাঠে বিকেলে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। উক্ত ফাইনাল ম্যাচে বাঁশখালী উপজেলা ৭৩–৩৭ পয়েন্টে লোহাগাড়া উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।