মা ও শিশু হাসপাতালে সুলতানা চৌধুরী সোহেলীর হুইল চেয়ার প্রদান

| বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫২ পূর্বাহ্ণ

জার্মান প্রবাসী সুলতানা চৌধুরী সোহেলী গতকাল বুধবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে দুটি হুইল চেয়ার অনুদান হিসেবে প্রদান করেন। এসময় তার ভাই মিনহাজুল করিম উপস্থিত ছিলেন। তিনি কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদের নিকট দুটি হুইল চেয়ার হস্তান্তর করেন। এসময় কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, ডা. ফজল করিম বাবুল, মো. হারুন ইউসুফ, তারিকুল ইসলাম তানভীর, মো. সাইফুল আলম, মোহাম্মদ আবুল হাশেম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া, পরিচালক ডা. মো. নূরুল হক, উপপরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, মো. মনজুরুল আলম চৌধুরী, ডা. এ কে এম আশরাফুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী নিবন্ধ‘দক্ষতার উন্নয়নে বিতর্কের কার্যকারিতা অনেক’