বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে

স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে মুহাম্মদ শাহজাহান নির্বাচনের আগে ফ্যাসিস্টদের বিচার করতে হবে : শাহজাহান চৌধুরী

| বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

জুলাইআগস্টে গণবিপ্লবের চেতনা বিরোধী ধারায় বাংলাদেশকে নিয়ে যাবার ষড়যন্ত্র রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণিকা ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ও অধ্যক্ষ আমিরুজ্জামান, উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক কর্ণফুলী সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমান, ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী প্রমুখ।

সমাপনী বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ১৬ বছর ধরে যত হত্যা, গুম, নৈরাজ্য হয়েছে এর জন্য এক নম্বর দায়ী শেখ হাসিনা। দেশের অশান্তির জন্য দায়ী আওয়ামী লীগ। সাধারণ নির্বাচনের আগে এই সমস্ত ফ্যাসিস্টদের বিচার করতে হবে।

শহীদদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন, মো. ফয়সাল আহমদ শান্তর বাবা মো. জাকির হোসেন, মোহাম্মদ ফারুকের স্ত্রী সীমা বেগম, ইঞ্জিনিয়ার ওমর বিন আবছারের মা রুবি আকতার, মো. ইশমামের বড়ভাই মুহিবুল হক, মো. মাহিন প্রকাশ সাইমনের অভিভাবক রহিমা বেগম, মো. ইউছুপ প্রকাশ জুনাইদের স্ত্রী সাজেদা বেগম ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন। শেষে অতিথিবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে জুলাই বিপ্লবের শহীদদের তথ্য সম্বলিত ‘২য় স্বাধীনতার শহীদ যারা’ শীর্ষক স্মারকের মোড়ক উন্মোচন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে তড়িৎ প্রকৌশল বিভাগের ফল সেশনের প্রজেক্ট ডে
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে সুলতানা চৌধুরী সোহেলীর হুইল চেয়ার প্রদান