শিক্ষার মানোন্নয়নে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সাতকানিয়ায় অলি আহমদ

| বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

সাতকানিয়ার কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজে ৪ ফেব্রুয়ারি নবীনবরণ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ জাকারিয়া সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

শিক্ষার মানোন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডকে শক্তিশালী করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কাশেম। তিনি কলেজের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের দাতা সদস্য অধ্যাপক ওমর ফারুক, . জাহেদ হোসেন সিকদার, কলেজ গভর্নিং বডির সদস্য গোলাম কিবরিয়া শিমুল, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান প্রমুখ।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন অধ্যাপক হামেদ হাসান, অধ্যাপক মোহাম্মদ আবুল মাসুদ চৌধুরী ও অধ্যাপক বেলাল মোহাম্মদ চৌধুরী। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপক জাহেদুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন রাকিবুল ইসলাম, তানজিনা সোলতানা, সিদরাতুল মুনতাহা সাফা, মিফতাহুল জান্নাত, তৌহিদুল ইসলাম ইমন ও সিংসিং মারমা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরবারে জিলানী শরীফে মিরাজুন্নবী মাহফিল
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে তড়িৎ প্রকৌশল বিভাগের ফল সেশনের প্রজেক্ট ডে