উত্তর নালাপাড়া চট্টগ্রাম দরবারে জিলানী শরীফে দুই দিনব্যাপী পবিত্র মেরাজুন্নবী (দ.) ওরশে খাজা গরীবে নেওয়াজ (রা.) এবং ওরশে শাহ মখদুম (রা.) সম্প্রতি উদযাপিত হয়। এতে সভাপতিত্ব করেন শাহ্ সূফি মুহাম্মদ জুনাইদ। প্রধান ওয়াজেন হিসেবে তকরির করেন ইউনুস তৈয়বী যুক্তিবাদী। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ জসিম উদ্দিন আল কাদেরী, মুহাম্মদ রবিউল ইসলাম, শেখ নজরুল ইসলাম মাহমুদ, ইঞ্জিনিয়ার এ এন এম মতুর্জা, জাবির বিন জুনাইদ প্রমুখ। কর্মসূচির মধ্যে ছিলো খতমে গাউসিয়া, খতমে খাজেগান ও মিলাদ মাহফিল। মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মুস্তফা মো.নুরন্নবী। মাহফিল পরিচালনায় ছিলেন তামজিদ ইবনে আমান। বক্তারা বলেন,’ পবিত্র মেরাজ প্রিয় নবীর (দ.) শ্রেষ্ঠতম মুজেজা। ইসলামী আকীদার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রমাণ এ ঘটনার মধ্যে বিদ্যমান রয়েছে। খাজা গরীবে নেওয়াজ (রা.) পবিত্র মেরাজের চেতনায় জাতিকে মুক্তি ও কল্যাণের পথ দেখিয়েছেন। শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণে বিশেষ ভাবে দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।