পাঁচলাইশে ডাকাতির ঘটনায় বাসার দারোয়ান গ্রেপ্তার

আগে গ্রেপ্তার একজনের স্বীকারোক্তি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় নিজ বাসায় গৃহকর্তা লোকমান হোসেন ও তার স্ত্রী মাজেদা বেগমকে জিম্মি করে ডাকাতির চেষ্টার ঘটনায় মো. বাবুল নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি লোকমান হোসেনের বাসার দারোয়ান। এর আগে গ্রেপ্তার হন ঘটনায় জড়িত আকাশ ও বায়েজিদ শেখ নামে দুই ডাকাত।

এর মধ্যে বায়েজিদ শেখ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে গতকাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া আকাশ ও বাবুলের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করে আদালত। বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান

এ দিকে এ ঘটনায় আবুল খায়ের গ্রুপের সহকারী ব্যবস্থাপক কফিল উদ্দিন বাদী হয়ে চারজনকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেনআকাশ, রিয়াদ, বায়েজিদ ও বাবুল। এর মধ্যে রিয়াদ এখনো গ্রেপ্তার হননি। লোকমান হোসেন আবুল খায়ের গ্রুপের মালিকের ছোট মেয়ের জামাতা।

উল্লেখ্য, গত মঙ্গলবার পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আলহিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন লোকমান হোসেনের ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় লোকমান হোসেনকে জিম্মি করে ডাকাতির চেষ্টা করেন তার বাসার নতুনপুরাতন চার গৃহকর্মী। ডাকাতির চেষ্টার বিষয়টি ঠের পেয়ে আশেপাশের লোকজন ভবনটি ঘেরাও করে পুলিশকে খবর দেয়। এসময় দুই ডাকাত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বায়েজিদকে ধরে ফেল জনতা। পরে দুপুর সোয়া ২টার দিকে যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হন আকাশ।

পূর্ববর্তী নিবন্ধসাবেক সাংসদ মোতালেবসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধপ্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী আইআইইউসির নতুন উপাচার্য