কর্ণফুলীতে নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে মো. শহিদুল ইসলাম (৩২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৫নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মরিচ বেপারি বাড়ির মো. সিরাজের ছেলে। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক ছিলেন বলে জানা যায়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে নগরীর চান্দগাঁও থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, শহীদুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোর্পদ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার সাবেক ছাত্রলীগ নেতা খুলশীতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা