নগরে ছাত্র-জনতার সমাবেশ ও মশাল মিছিল

শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:১৮ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বক্তব্য প্রদানের প্রতিবাদে চট্টগ্রাম নগরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার রাত ৯টার দিকে নগরীর ষোলশহরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ‘লীগ পাবো যেখানে, ধোলায় হবে সেখানে’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক রিজাউর রহমান, চট্টগ্রাম কলেজ সমন্বয়ক ইবনে হোসাইন ও ফাতেমা আক্তার লিজা, সিটি কলেজের নিজাম উদ্দিন ও আইআইইউসির আরমান শাহরিয়ার সৌরভ। এ সময় ইবনে হোসাইন জিয়াদ বলেন, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন আজকের দিনটি তাদের জন্য একটি শিক্ষণীয় দিন। তাদের মনে রাখতে হবে, তারাও যদি স্বৈরাচারী আচরণ করেন তাহলে ঠিক এমন পরিণতিই হবে। দেশ থেকে স্বৈরাচারী সব চিহ্ন মুছে দেওয়া হবে। আমরা খুনি হাসিনাসহ জুলাই আন্দোলনে সকল খুনির বিচার নিশ্চিত করতে চাই।

এরপর রাত ১০টার দিকে নগরের জামালখান মোড় এলাকায় মশাল মিছিল করে ছাত্রজনতা। এসময় বিক্ষুব্ধ ছাত্রজনতা জামালখানে থাকা শেখ মুজিবসহ শেখ পরিবারের সদস্যদের ম্যুরাল ভাঙচুর করেন।

কর্মসূচিতে অংশ নেয়া এক যুবক বলেন, ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ দেশকে অস্থীতিশীল করার যে পাঁয়তারা করছে, আমরা ছাত্রজনতা সেটি রুখে দিতে সদা প্রস্তুত।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অপহরণে শিকার দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা