কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প থেকে অপহৃত ব্যাটারিচালিত (অটোরিক্সা) চালক ও তার আরেক সহযোগী দুই রোহিঙ্গা কিশোর পুলিশের অভিযানে মুখে ছাড়া পেয়েছেন।
তারা হলেন-টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প ব্লক-এইচের আব্দুস সালামের ছেলে মো. সাইফুল ইসলাম (১৫) ও একই ব্লকের আবেদ হোসাইনের ছেলে আব্দুল খালেক(১৭)।
বুধবার (৫ ফ্রেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে টেকনাফ নয়াপাড়া ক্যাম্পের পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়েন অধিনায়ক ( অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার।
তিনি বলেন,গত সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের ব্যাটারিচালিত (অটো রিকশা) চালক ও তার আরেক সহযোগী টেকনাফের উদ্দেশে রওনা করেন,পথিমধ্যে ডাকাত হাসানের যোগসাজশে দুই রোহিঙ্গা শিশু মো. সাইফুল (১৫) এবং আব্দুল খালেক (১৭)কে অপহরণ করে নিয়ে যান।
পরে ভিকটিমের পরিবারকে কল দিয়ে মুক্তিপণ দাবী করেন ১০ লাখ টাকা। ভিকটিমের পরিবার এপিবিএন ক্যাম্প ও থানায় অভিযোগ করেন।এ ঘটনায় পুলিশের তৎপরতা ও অভিযানের মুখে অপহরণকারী তা টের পেয়ে অপহৃত দুজনকে পাহাড়ের ভিতরে রেখে পালিয়ে যায়। দুইদিন পরে বুধবার দুপুর ২ টার দিকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।