সাতকানিয়ায় কৃষি জমি রক্ষায় মাটি খেকোদের ধরতে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে মাটি খেকোরা পালিয়ে পালিয়ে যায়। এসময় ১টি মাটি খনন যন্ত্র (স্কেভেটর) জব্দ করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত উপজেলার কেঁওচিয়া তেমুহনী এলাকায় কৃষি জমির টপসয়েল রক্ষায় এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
ইউএনও মিল্টন বিশ্বাস দৈনিক আজাদীকে বলেন, আবাদি জমি রক্ষার স্বার্থে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ১টি স্কেভেটর আটক করা হয়।
তিনি বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান চলবে। অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কেটে নেয়া দন্ডনীয় অপরাধ। যদি কেউ কৃষি জমির মাটি কাটে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া উপজেলা এনএসআই প্রতিনিধি জনাব রাসেল শেখ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।