জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, এদেশের মানুষ দীর্ঘকাল গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল।
নতুন প্রজন্ম গণতন্ত্রের স্বাদ নিতে পারেনি। রাষ্ট্রের যথাযথ সংস্কার হলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে। ফলে জাতি গণতন্ত্রের প্রকৃত স্বাদ উপভোগ করতে পারবে। গতকাল মঙ্গলবার দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক জাফর সাদেক।
জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নুরুল হোসাইন, বায়তুলমাল সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, অফিস সেক্রেটারী নুরুল হক, কর্মপরিষদ সদস্য, মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা ও মাওলানা আরিফুর রশীদ, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, বোয়ালখালী উপজেলা আমীর ডা. খোরশেদ আলমসহ উত্তর সাতকানিয়া ও কালারপুল সাংগঠনিক থানা, চন্দনাইশ পটিয়া, আনোয়ারা, কর্ণফুলী উপজেলার নেতৃবৃন্দ।