নিরাপদ খাদ্য দিবসে র‌্যালি ও আলোচনা সভা

| বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪০ পূর্বাহ্ণ

খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে গত রোববার আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে শ্রমিকের নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে বিশেষ গুরুত্ব বিবেচনা করে রিসোর্চ ইভ্যালুয়েশন এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়াটিভ রেডি সংস্থার ‘স্ট্রেনদেনিং ওয়ার্কার্স একসেস টু পারটিনেন্ট নিউট্রিশন অপরচুনিটিস’ প্রকল্পের উদ্যোগে দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আলী শাহ পাড়াস্থ আজাদ মঞ্জিল কলোনী প্রাঙ্গণে পুষ্টি মেলার আয়োজন করা হয়।

এতে সার্বিক সহযোগিতায় ছিল আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), ভিএফ এশিয়া এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এতে অতিথি ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর, নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম, রেডি সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম,গেইন বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার জিএম রেজা সুমন, ইউনানী মেডিকেল কলেজের প্রভাষক হাকীম মো. সেলিম রেজা, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার জনি রোজারিও, স্বপ্ন প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মাজিদুল হক, প্রকৌশলী মো. সাকলাইন মোস্তাক, মোঃ নাজমুল হুদাসহ কমিউনিটি পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ।

গার্মেন্টস কর্মী ও এলাকায় বসবাসরত সকল শ্রেণী পেশার মানুষের জন্য গত ২ ফেব্রুয়ারি এই পুষ্টি মেলা আয়োজন করা হয়। দিনব্যাপী এই মেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রকল্পের মাধ্যমে একজন পুষ্টিবিদ কর্তৃক বিএমআই এর মাধ্যমে ডায়েট চার্ট ও ডায়েট প্লান প্রদান, পুষ্টি তথ্য ও পুষ্টি বিষয়ক সেবা প্রদান, ব্লাড প্রেসার মাপা এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে বিভিন্ন প্রকারের পুষ্টি বার্তা বিষয়ক বই, ক্যালেন্ডার ও লিফলেট প্রদান এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে শিশু ও কিশোরীদের মাঝে পুষ্টিকর খিচুড়ি খাওয়ানো, কলম ও সাবান বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় দুই ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি ইসলামিক শিক্ষা বিভাগের নবীন বরণ