সীতাকুণ্ডে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ‘মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ক’ প্রশিক্ষণ ব্যাচ অনুষ্ঠিত হয়। প্রতি ২৫ জন করে ৩ ব্যাচে মোট ৭৫ জন নৌযান মালিক/সারেং বা মাঝিকে প্রশিক্ষণ প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে প্রশিক্ষণে সমপ্রসারিত বক্তা হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ এবং সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট,চট্টগ্রাম বিভাগের উপপ্রকল্প পরিচালক মো. মিজানুর রহমান। প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিভাগের কুমিল্লা মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক মো. ওমর ফারুক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিভাগের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, মেরিন ফিশারিজ অফিসার সোনিয়া সুলতানা,উপজেলা মৎস্য দপ্তরের মেরিন ফিশারিজ অফিসার জান্নাতুল নাঈম।