মোদীকে আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের

| বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে বৈঠকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন। খবর বিডিনিউজের।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা সোমবার এতথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কয়েক ঘণ্টা পরেই এতথ্য জানিয়েছেন তিনি।

এর আগে গত ২৭ জানুয়ারি ট্রাম্প ও মোদীর মধ্যে ফোনালাপ হয়। সেই আলাপে ট্রাম্প অভিবাসন নীতি, যুক্তরাষ্ট্রের তৈরি আরও নিরাপত্তা উপকরণ কেনা ও ন্যায্য দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে মোদীর সাথে আলোচনা করেন। চীনের উত্থান মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কৌশলগত অংশীদার ভারত।

দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে ও তাদের নাগরিকদের জন্য দক্ষ কর্মীর মার্কিন ভিসা পাওয়ার বিষয়টি সহজ করতে আগ্রহী। অতীতে ট্রাম্প ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়ে বলেছিল, যুক্তরাষ্ট্রের পণ্যে ভারত উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে। তবে ভারত ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ এড়াতেও আগ্রহী। বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৩/২৪ সালেই ১১৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যেখানে ভারতের পক্ষে ৩ হাজার ২০০ কোটি ডলারের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.২৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসুইডেনে স্কুলে গুলি, আহত ৫