চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৪.২৩ কোটি টাকা। ২,১৯৬ টি লেনদেনের মাধ্যমে মোট ২১.৩০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩০.১১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৪০৬.৭৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.০৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৩.৯৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৪.২৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩০.৫৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ২.৫৯ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৪৩.৮৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৪,৮৭১.৮১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৫,৫৭৩.৫৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮০ টির, দাম কমেছে ৮৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।