তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের ১৫টি উপজেলার কাবাডি দলের অংশগ্রহণে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় যুব কাবাডি (অ–১৮) বালক ও বালিকা প্রতিযোগিতা গতকাল ৪ ফেব্রুয়ারি বিকালে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে উদ্বোধন করা হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি ফরিদা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। চট্টগ্রামের জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরী, রিফাত বিন আনোয়ার, আরিফ মঈনুদ্দিন, শেখ সাইদুল ইসলাম মীর (ইবনে মীর), চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা প্রমুখ। দু’দিন ব্যাপী প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আজ ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গতকালের খেলায় বালক বিভাগের সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে সন্দীপ, বাঁশখালী, লোহাগাড়া এবং হাটহাজারী। আজ ১ম সেমিফাইনাল ম্যাচে সন্দীপ বনাম বাঁশখালী এবং ২য় সেমিফাইনালে লোহাগাড়া বনাম হাটহাজারী পরস্পরের মোকাবিলা করবে। সেমিফাইনাল শেষে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে বালিকা বিভাগে ১ম রাউন্ড এবং সেমিফাইনাল ম্যাচ শেষে ফাইনালে বোয়ালখালী ৩২–২৩ পয়েন্টে বাঁশখালীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।