তারুণ্যের উৎসবে চট্টগ্রামে আয়োজিত হলো চুকবল ম্যাচ

| বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

তারুণ্যর উৎসব পালন উপলক্ষ্যে বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের আয়োজনে গত রোববার সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে পরিবেশ ও শব্দদূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ এবং চুকবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য ফরিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত চুকবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ. . ম ওয়াহিদ দুলাল। প্রতিযোগিতার উদ্বোধন করেন সরকারী শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গিয়াসউদ্দিন বাবর, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক ইসমাইল কুতুবী সহ ক্রীড়া সংগঠকবৃন্দ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহকারী সাধারণ সম্পাদক কল্লোল দাশ। চুকবল প্রতিযোগিতার পূর্বে চট্টগ্রামে পরিবেশ ও শব্দদূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারুণ্যর উৎসব ২০২৫ পালন উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের আয়োজনে চুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা এবং সচেতনতা বৃদ্ধি, পরিবেশ দূষণরোধে বিবিধ কর্মসূচি পালিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ১৯ মার্চ বাংলাদেশে আসবেন হামজা
পরবর্তী নিবন্ধসিলভার বেলস্‌ কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া