১৯ মার্চ বাংলাদেশে আসবেন হামজা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

আগামী এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ক্যাম্পটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব চলবে ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ঢাকায় । আর দ্বিতীয় পর্ব ৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সৌদি আরবে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল ২০ মার্চ ঢাকা ফিরে আসবে এবং ২১ মার্চ ভারতের উদ্দেশে রওনা দেবে। ইংলিশ লিগের দল শেফিল্ড ইউনাইটেডে খেলা বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী ১৯ মার্চ ঢাকা আসবেন এবং তারপর জাতীয় দলের সাথে যোগ দেবেন। বাফুফের কার্যনির্বাহি কমিটির সদস্য এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বাবু বলেন আমরা আশা করছি হামজা জাতীয় দলের সাথে যোগ দেবে ভারত যাত্রার আগে। আশা করি তিনি ১৯ মার্চ আসবেন।

পূর্ববর্তী নিবন্ধমাত্র দেড় ঘণ্টায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকেট বিক্রি শেষ
পরবর্তী নিবন্ধতারুণ্যের উৎসবে চট্টগ্রামে আয়োজিত হলো চুকবল ম্যাচ