‘তারুণ্যের উৎসব’ এর অংশ হিসেবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চট্টগ্রাম জেলা ইয়ুথ দাবা টুর্নামেন্ট গতকাল মঙ্গলবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। বিভন্ন ক্যাটাগরিতে ৩৫ জন দাবাড়ু অংশগ্রহণ করে। ওপেন বিভাগে অনূর্ধ্ব–৮ বিভাগে আইলান তাজওয়ার, অনূর্ধ্ব–১০ বিভাগে আফরাজ আরশান, অনূর্ধ্ব–১২ বিভাগে সুরিত দে, অনূর্ধ্ব–১৪ বিভাগে আহনাফ আবিদ ইশান, অনূর্ধ্ব–১৬ বিভাগে জাজবির নূর জারিফ, অনূর্ধ্ব–১৮ বিভাগে আফিফ নেওয়াজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। বালিকা ক্যাটাগরি অনূর্ধ্ব–১০ বিভাগে উমরাহ আবাবিল, অনূর্ধ্ব–১২ বিভাগে আনুস্কা দত্ত, অনূর্ধ্ব–১৪ বিভাগে প্রজ্ঞা রায় চৌধুরী, অনূর্ধ্ব–১৬ বিভাগে তাওহিদা বেগম, অনূর্ধ্ব–১৮ বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইমনিয়া বিনতে ইউসুফ লুবাবা চ্যাম্পিয়ন হয়েছে। বিভিন্ন বিভাগের চ্যাম্পিয়ন চট্টগ্রাম জেলার প্রতিনিধি হয়ে বিভাগীয় ইয়ুথ দাবায় অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় খেলা ৫ ফেব্রুয়ারি শুরু হবে। টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক, ডেপুটি চীফ আরবিটার নুরুল আমিন ও আরবিটার হিসেবে দাবা জাহাঙ্গীর আলম, এম কে শাহীন দায়িত্ব পালন করেন।