সাতকানিয়ায় ভাটা মালিককে লাখ টাকা জরিমানা

ইটভাটায় টপসয়েল

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:১৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ইট তৈরির জন্য আবাদি জমির মাটি কাটায় এক ভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ ঢেমশা কলেজ রোড়ের জিবিএম ইটভাটায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

ভূমি অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ ঢেমশায় কলেজ রোড় সংলগ্ন জিবিএম ইটভাটায় ইট তৈরির জন্য আবাদি জমির মাটি কাটছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এ সময় আবাদি জমির মাটি কাটায় ইটভাটার মালিক মো. ঈসমাইলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, আবাদি জমির মাটি কাটায় ইটভাটার মালিককে জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। ভবিষ্যতে আবাদি জমির মাটি কাটবে না বলে মুচলেকা দিয়েছে ইটভাটার মালিক। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ী মুক্ত কন্ঠ ক্লাবের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ইংরেজি বিভাগে ‘লিটারেরি পারফর্ম্যান্স ডে’