মাঝি মাল্লার ভাটির গানে
রাখালীয়ার বাঁশির টানে
আমার সবুজ শ্যামল দেশ
আমার রূপসী বাংলাদেশ ।
জন্ম আমার গাঁয়ের মায়ায়
বেড়ে উঠা যে সবুজ ছায়ায়
আমার সবুজ শ্যামল দেশ
আমার রূপসী বাংলাদেশ ।
রং মাখা সেই গাঁয়ের বাঁকে
কৃষ্ণচূড়া ফুল ছড়িয়ে থাকে
আমার সবুজ শ্যামল দেশ
আমার রূপসী বাংলাদেশ ।
আমার মনের আকাশ জুড়ে
গাঁয়ের সুবাস বেড়ায় ঘুরে
আমার সবুজ শ্যামল দেশ
আমার রূপসী বাংলাদেশ ।