টেকনাফে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৫৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ থানা পুলিশ শামলাপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানান, চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জুলাইআগস্ট গণআন্দোলনে টেকনাফের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি। এছাড়া আরেকটি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, মামলা দায়েরের পরও পুলিশ চেয়ারম্যান খোকনকে এতদিন গ্রেপ্তার করেনি। স্থানীয় কিছু বিএনপির লোকজনও তাকে আশ্রয় দিয়েছে। তাই তিনি প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন। দেরিতে হলেও খোকন চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দীন বলেন, চেয়ারম্যান আমজাদ হোসেনকে গ্রেপ্তারে আমরা কয়েক দফা অভিযান চালিয়েছি। তবে বারবার কৌশলে সটকে পড়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে হাতেনাতে পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবোনের বাসায় বেড়াতে আসা কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার