শ্রমিকনেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদুল্লা চৌধুরী স্মরণে গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্তের সভাপতিত্বে এবং টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় অতিথি বক্তা ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহাম্মদ, শ্রম সংস্কার কমিশনের সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, শ্রম সংস্কার কমিশনের সদস্য তসলিমা আক্তার, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল আবসার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আলী, টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, বাঁশখালী সিএনজি পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহমুদুল ইসলাম, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, আমিন জুট মিল সিবিএর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, টিইউসি পাঁচলাইশ–বায়েজিদ আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ হানিফ, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, পাহাড়তলি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, মোঃ রাশেদ, মোঃ ইমরানুল ইসলাম প্রমুখ। স্মরণসভার শুরুতে শ্রম সংস্কার কমিশন, টিইউসি চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদসহ টিইউসির অন্তর্ভুক্ত ২২টি সংগঠনের পক্ষ থেকে সহিদুল্লা চৌধুরীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মরণসভায় শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহাম্মদ বলেন, শ্রমিকদের স্বার্থে সহিদুল্লাহ চৌধুরী ছিলেন আপসহীন। স্মরণসভায় শোক প্রস্তাব পাঠ করেন, সুপর্না বড়ুয়া এবং সহিদুল্লাহ চৌধুরীর জীবনী পাঠ করেন হোটেল সেন্ট মার্টিন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।