কক্সবাজারের পেকুয়ায় মামুনুর রশিদ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা পেকুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম উসকানিমূলক তথ্য দিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।