মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদর সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় মীরসরাই পৌরসভার শহিদের গ্যারেজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের একরামুল হক (২৭), মঈন উদ্দিন মুন্সী বাড়ির মো. ইসমাইল হোসেন তুহিন (২৩), বজলে সোবহানের বাড়ির মো. ওমর ফারুক (২৪), নজির আহম্মদ মৌলভী বাড়ির কলিম উদ্দিন প্রকাশ কালো ধন (৪২), পানু ভূইয়া বাড়ির মো. জামিল হোসেন প্রকাশ জেবল (৩৬), আব্দুল কাদের ভূইয়াঁ বাড়ির মো. ইকবাল হোসেন (৩৫), পশ্চিম পোলমোগরা এলাকার দুলা মিয়া হাজী বাড়ির আরিফুল ইসলাম প্রকাশ রিমন (২৭), পূর্ব খৈয়াছড়া এলাকার মাহমুদুল হকের বাড়ির মো. সাদিক হোসেন ড্রাইভার (২২), নুরুল আমজাদের বাড়ির খাইরুল ইসলাম (২৯), মীরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়ার বটতল এলাকার সাব মিয়ার বাড়ির মো. এমরান হোসেন (২৭), হাইতকান্দি ইউনিয়নের তুলাবাড়িয়া এলাকার জাহাঙ্গীর আলম আজাদ (৪৫)

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একদল ডাকাত মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল জানতে পেরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, লোহার পাইপ, লোহার কাটার ও কাঠের লাঠিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়াও তাদের ব্যবহৃত একটি হাইস গাড়ি জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান মজুমদার বলেন, গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে মীরসরাইসহ চট্টগ্রামের খুলশী, পতেঙ্গা ও পাহাড়তলী থানায় চুরি, ডাকাতি দস্যুতার অভিযোগে ২৩টি মামলা রয়েছে। তিনি আরো বলেন, অজ্ঞাত আরও ২/৩ জনসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিকদের স্বার্থে সহিদুল্লা চৌধুরী ছিলেন আপসহীন
পরবর্তী নিবন্ধআইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের পূর্ণাঙ্গ কমিটি গঠিত