মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল সরকারের আকার কমিয়ে আনার যে উদ্যোগ নিয়েছেন তার নেতৃত্ব দেওয়া ধনকুবের ইলন মাস্ক বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য সংস্থা ইউএসএআইডি বন্ধ করে দিতে কাজ করছেন। গতকাল সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক আলাপচারিতায় তিনি এ কথা জানান।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক এক্সেরও মালিক। ট্রাম্প তাকে ফেডারেল সরকারের ব্যয় কমানো বিষয়ক প্যানেলের দায়িত্ব দিয়েছেন। সোমবারের এই আলপচারিতায় মাস্কের সঙ্গে রিপাবলিকান সেনেটর জনি আর্নস্ট ও মাইক লি এবং গেল নির্বাচনে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী বিবেক রামাস্বামীও ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আলাপচারিতার শুরুতেই মাস্ক জানিয়ে দেন যে তারা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) বন্ধ করে দিতে কাজ করছেন। খবর বিডিনিউজের।
প্রেসিডেন্ট ট্রাম্পও এই পদক্ষেপের সঙ্গেও একমত জানিয়ে তিনি বলেন, এটা (ইউএসএআইডি) মেরামত করার মতো অবস্থায়ও নেই।
সপ্তাহান্তে মাস্কের অধীনে থাকা ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) প্রতিনিধিদের ইউএসএআইডি ভবনের সংরক্ষিত অংশে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করায় আন্তর্জাতিক উন্নয়নে সহায়তাকারী সংস্থাটির দুই কর্মকর্তাকে ট্রাম্প প্রশাসন পদচ্যুত করে বলে রোববারই তিন সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল। ইউএসএআইডি এককভাবে বিশ্বের সবচেয়ে বড় দাতা সংস্থা।