আজাদী সম্পাদকের সাথে বৃহত্তর সিএন্ডএফ এজেন্টস ঐক্য পরিষদের সাক্ষাৎ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহত্তর সিএন্ডএফ এজেন্টস ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। গতকাল সোমবার দুপুরে পরিষদের নেতা এস এম সাইফুল আলমের নেতৃত্বে পরিষদের নেতৃবৃন্দ দৈনিক আজাদী কার্যালয়ে আসেন এবং মতবিনিময় করেন। এই সময় নেতৃবৃন্দ দেশের আমদানি রপ্তানির বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আসন্ন নির্বাচন নিয়েও কথা বলেন। তারা বলেন, বিগত ১৫ বছরেরও বেশি সময় ধরে এসোসিয়েশনে নানাভাবে লুটপাট চলেছে। কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। এগুলো বন্ধ করতে এবার বৃহত্তর সিএন্ডএফ এজেন্টস ঐক্য পরিষদ উদ্যোগ নিয়েছে। দেশের স্বার্থে এই উদ্যোগে তারা দৈনিক আজাদীর সহযোগিতা কামনা করেন।

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং দেশের স্বার্থে যে কোনো ধরনের ভালো উদ্যোগে দৈনিক আজাদী সবসময় পাশে থাকবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, চট্টগ্রামের যে কোনো ভালো কাজের সাথে দৈনিক আজাদী অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। দৈনিক আজাদী কখনো ব্যক্তিস্বার্থকে গুরুত্ব দিয়ে দেশের স্বার্থের সাথে আপোষ করেনি বলেও এম এ মালেক মন্তব্য করেন।

পরিষদের দলপতি এস এম সাইফুল আলম ছাড়াও এই সময় মোহাম্মদ নুরুল আবছার, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু সালেহ, নুর মোহাম্মদ, মোহাম্মদ নুরুল আবছার, রোকন উদ্দিন মাহমুদ, ইসমাইল খান, তাজুল ইসলাম, ফরিদুল আলম, আহমদ শহীদ উদ্দিন, আবু তাহের, সাইফুল ইসলাম, গোলাম নবী, আলমগীর হোসেন, হারুনুর রশিদ বাবুল, জহিরুল ইসলাম, নূরুল আলম, খায়রুল আমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধপেকুয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত