চসিক মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এই সম্প্রীতি বজায় রাখার জন্য বাণী অর্চনাসহ বিভিন্ন যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রতিটি জায়গায় করার পরিবেশ যাতে আমরা বজায় রাখতে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি আমার ক্লিন সিটির একটা ডেফিনিশনের কথা বারবার বলছি। এটা হচ্ছে, এই শহরকে ক্লিন–গ্রীন ও হেলদি করে তোলা। চট্টগ্রাম যাতে নিরাপদ ও সুন্দর থাকে, এভাবে একে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গতকাল সোমবার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে বাণী অর্চনা পরিষদের উদ্যোগে বিদ্যা ও সুরের দেবী সরস্বতীর আরাধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, কলম হচ্ছে তরবারির চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিশেষ অতিথি ছিলেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম এবং রেজিস্ট্রার মো. ইফতেখার মনির। বিশেষ অতিথি বক্তব্যে প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, শিক্ষা, সংস্কৃতি ও শুদ্ধতার প্রতীক দেবী সরস্বতীকে পূজা করা হয় বিদ্যা অর্জনের উদ্দেশ্যে। আগে বিশ্বাস করা হতো, যেখানে সরস্বতী থাকবে, সেখানে লক্ষ্মী থাকবে না। যেখানে লক্ষ্মী থাকবে, সেখানে সরস্বতী থাকবে না। আজকে সেই বিশ্বাস বদলে গেছে। এখন বিশ্বাস করা হয়, সরস্বতী ছাড়া লক্ষ্মী এবং লক্ষ্মী ছাড়া সরস্বতী লাভ করা যায় না। অর্র্থাৎ বিদ্যা ছাড়া অর্থ এবং অর্থ ছাড়া বিদ্যা লাভ করা সম্ভব নয়। রেজিস্ট্রার মো. ইফতেখার মনির বলেন, এই সরস্বতী বন্দনার দিনে আমার প্রত্যাশা, যুগে যুগে এই প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীরা অশেষ জ্ঞান অর্জন করে পৃথিবীর কল্যাণে নিয়োজিত হবে। এতে উপস্থিত ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তানজিনা আলম চৌধুরী, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশসহ বিভিন্ন বিভাগের শিক্ষক–শিক্ষিকাবৃন্দ। উপস্থিত ছিলেন বাণী অর্চনা পরিষদের আহ্বায়ক সহযোগী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস, সদস্য সহযোগী অধ্যাপক হারাধন কুমার মহাজন, সহযোগী অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, সহযোগী অধ্যাপক রাজিব দত্ত, সহযোগী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস, সহযোগী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, সহযোগী অধ্যাপক হিল্লোল সাহা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।