সিএসইতে লেনদেন ৩.৯৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৩.৯৪ কোটি টাকা। ১,৮৬৪ টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৪১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩১.৮৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৩৭৬.৬৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৩৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০১.৯৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.১৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯২৬.২৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,১৪১.২৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৪,৪৩৪.৮০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৫,৫৭৩.৫৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০০ টির, দাম কমেছে ৬৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।

পূর্ববর্তী নিবন্ধতোমাদের জন্য লড়ে যাব : অভিবাসীদের গ্র্যামি উৎসর্গ শাকিরার
পরবর্তী নিবন্ধসরকারের ব্যয় কমাতে বন্ধ হচ্ছে ইউএসএআইডি : মাস্ক