রাউজানের নোয়াপাড়ায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডের ১০ দিন পর অজ্ঞাত খুনিদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার রাতে নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বড় ছেলে মাকসুদ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়ের প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল রাত ৯টার দিকে মামলা রেকর্ড হয়েছে বলে নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করা হয়েছে ।