চট্টগ্রাম ওয়াসায় ৯ সদস্যের নতুন বোর্ড কমিটি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়াসায় ৯ সদস্যের বোর্ড কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওয়াসা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) এ এইচ এম কামরুজ্জামানকে। বোর্ড কমিটির সদস্য করা হয়েছে চট্টগ্রাম ওয়াসার সচিবকে।

গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম ওয়াসার বোর্ড কমিটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়ার পর মন্ত্রণালয়ের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রকাশ হয়।

নতুন বোর্ড কমিটির ব্যাপারে মুহাম্মদ আনোয়ারা পাশা আজাদীকে বলেন, চট্টগ্রাম ওয়াসার বোর্ড কমিটি দুইদিন আগে অনুমোদন দেয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। আমাকে ওয়াসার দায়িত্ব দেয়ার পর বোর্ড কমিটি ছিল না। আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করে বোর্ড কমিটি অনুমোদন করে এনেছি। বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) এ এইচ এম কামরুজ্জামান। নতুন বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থ বিভাগের প্রতিনিধি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্বাস্থ্য সেবা বিভাগের প্রতিনিধি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। এছাড়াও ছাত্র প্রতিনিধি বোর্ড কমিটির সদস্য হিসেবে আছেন রাসেল আহমেদ এবং পানি ব্যবহারকারীদের প্রতিনিধি আছেন সায়েদা জেরিনা হোসেন। আমরা আগামী সপ্তাহে নতুন কমিটির প্রথম সভা করবো। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে এ কে এম ফজলুল্লাহকে অপসারণ করে সরকার। ওই পদে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশাকে। বোর্ড কমিটি ছাড়াই এতোদিন ওয়াসা সামলেছেন তিনি।

মন্ত্রণালয়ে ওই প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ৪২ক () ধারার বিধান অনুযায়ী চট্টগ্রাম ওয়াসার কর্মসম্পাদনে সহায়তার লক্ষ্যে এই সকল কর্মকর্তাদের সমন্বয়ে নির্দেশক্রমে একটি কমিটি গঠন করা হলো। গঠিত কমিটি ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ৪২ক () () ধারার বিধান অনুযায়ী চট্টগ্রাম ওয়াসার কর্মসম্পাদনে সহায়তা প্রদান করবেন এবং কমিটির সদস্যবৃন্দ বোর্ডের সকল ক্ষমতা প্রয়োগ করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ৭৮৬