চান্দগাঁও থেকে আ. লীগ নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৫০ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও এলাকা থেকে আওয়ামী লীগ নেতা এস এম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানান, এস এম সেলিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেলিম নগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় থেকে পড়ে আহত হাতির দুদিন পর মৃত্যু
পরবর্তী নিবন্ধএস আলমের শ্যালক আরশেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা