চসিকের সাত কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার অনুরোধে চিঠি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাত কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়ার অনুরোধ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র দেয়া হয়েছে।

এরা হলেন চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমীন, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, চার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার, প্রণয় চাকমা, রক্তিম চৌধুরী, মৌমিতা দাশ এবং মেয়রের পিএস জিল্লুর রহমান।

জানা গেছে, গত ২৯ জানুয়ারি এই সাত কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়ার অনুরোধ করে উপসচিব মাহবুবু আইরিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর পত্র দেন। এর আগে ২৩ জানুয়ারি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে প্রেষণে আসা চসিকের সাত কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণের ব্যবস্থা নেয়ার অনুরোধ করে পত্র দেন।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার : প্রেস সচিব
পরবর্তী নিবন্ধবহির্নোঙরে পণ্য হ্যান্ডলিংয়ে স্থবিরতা