বৈষম্যবিরোধী আন্দোলনের এক মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ ছালামত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশের একটি দল রেয়াজ উদ্দীন বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, ছালামত আলী একসময় জাতীয় পার্টি করতেন। পরে রাউজান থানা বিএনপিতে যোগ দিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হন।
আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগে যোগদান করে তিনি দলের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য লাভ করেন। তিনি বিএনপির হয়ে রাউজান উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন। ছালামত আলী নোয়াপাড়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের মৃত হাজী মুন্সি মিয়ার ছেলে। তিনি একসময় নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, ‘ছালামত আলীকে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।’