বাঁশখালীতে বন্যহাতির মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।

বন বিভাগ সূত্র জানায়, শনিবার (১ ফেব্রুয়ারি) জলদী রেঞ্জের আওতাধীন চাম্বল বন্যপ্রাণী অভয়ারণ্যের জঙ্গল চাম্বল মৌজার মিতাইঝিরি গুন্ডার টেক এলাকায় একটি বন্যহাতি পাহাড় থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। ওই খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতিটির স্বাস্থ্য পরীক্ষা করেন।

গতকাল রোববার ডুলাহাজারা সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত জুলকার নাঈন ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করেন।

চিকিৎসকের বরাত দিয়ে বন বিভাগের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ওপর থেকে পড়ায় হাতিটি মেরুদণ্ডে গুরুতর আঘাত পায় এবং পেছনের দুটি পা অবশ হয়ে যায়। আজ চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা : চট্টগ্রামে গ্রেপ্তার ৪২
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশু শিক্ষার্থীর মৃত্যু