সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুলাভাই ও শ্যালিকার মর্মান্তিক মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ২:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকায় মাইক্রোবাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে দুলাভাই ও শ্যালিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরও দুইজন ব্যক্তি। ৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল আনুমানিক ৬ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এদিন সকালে একটি মাইক্রোবাস কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকা অতিক্রম করছিল। এ সময় একইমুখী সামনে থাকা একটি ড্রাম ট্রাককে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে মাইক্রোবাসটি দুমড়ে মুছতে গিয়ে একই পরিবারের দুজন নিহত হন ।

নিহতরা হলেন বৃদ্ধ মোঃ আনোয়ার ও তার শ্যালিকা বিবি রহিমা। এছাড়া চালকসহ দুইজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মাইক্রোবাসটিতে একই পরিবারের ৮ জন ছিলেন। তারা আনন্দ ভ্রমণে কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার সময় পথেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

এদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি মাইক্রোবাস কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার উদ্দেশ্যে ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন এলাকা অতিক্রম করছিল। এ সময়ে সামনে থাকা একটি ড্রাম ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুছড়ে গিয়ে বৃদ্ধ আনোয়ার ও তার শ্যালিকাসহ দুইজন নিহত হন। নিহত ও আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে যুবককে কুপিয়ে জখম, স্বর্ণ ও টাকা লুট
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আইনজীবী হত্যা মাম‌লার ১১ আসামি আরেক মামলায় গ্রেফতার