পারিশ্রমিক ইস্যুর সমাধান হয়েছে রাজশাহির ঢাকা ছাড়ছেন দলের বিদেশি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

অবশেষে দুর্বার রাজশাহীর পারিশ্রমিক ইস্যুর সমাধান হয়েছে। তবে প্লেনের টিকিট না পাওয়ায় হোটেল রুমেই বন্দি ছিলেন বিদেশি ক্রিকেটাররা। এবার জানা গেল, সেই সমস্যাও মিটেছে। ক্রিকেটারদের পাওনা পরিশোধ করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। পরে রাজশাহীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদেশী ক্রিকেটারদের প্লেনের টিকিট করে দেওয়ার ব্যাপারটি জানানো হয়েছে। ফলে খুব শিগগিরিই নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরা। জানা গেছে গত রাতেই ঢাকা ছেড়ে নিজ দেশ জিম্বাবুয়ে ফিরে গেছেন রায়ান বার্ল। রাত ৩টায় ইথিওপিয়ান এয়ারওয়েজের ফ্লাইটে করে হারারেতে পৌঁছান তিনি। আর পাকিস্তানের উইকেটকিপারব্যাটার মোহাম্মদ হারিস আজ দুপুর ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে লাহোরে যাবেন। একই সাথে আজ ঢাকা ছাড়বেন রাজশাহীর প্রধান কোচ ইজাজ আহমেদ। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার মিগুয়েল কামিন্স দেশে ফিরবেন আগামী ৫ ফেব্রুয়ারি। ফ্লাইটের টিকিট পাওয়ার পর বাকি বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরাও দেশে ফিরে যাবেন। এবারের বিপিএলের শুরু থেকেই দুর্বার রাজশাহীর অর্থ সংকটের বিষয়টি সামনে আসে। টুর্নামেন্টের মাঝখানে (গত মাসে) পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে অনুশীলনও বয়কট করেছিলেন দলটির ক্রিকেটাররা। এমনকি একটি ম্যাচ বয়কটও করেছেন বিদেশি তারকারা। তারপরও দলটির প্লে অফে খেলার একটা সম্ভাবনা ছিল। কিন্তু গত শনিবার ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দেয় খুলনা টাইগার্স। এতে চলতি বিপিএলের আসর থেকে বাদ পড়ে রাজশাহী। দল যেহেতু বাদ পড়ে গেছে, তাই খুব স্বাভাবিকভাবেই গতকাল রোববার দেশে ফিরে যাওয়ার কথা বিদেশি ক্রিকেটারদের। তবে রাজশাহী টাকা পরিশোধ না করায় হোটেলে আটকা পড়েছেন তারা। ক্রিকেটাররা রাজশাহীর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না অথবা তাদেরকে কখন পেমেন্ট প্রদান করা হবে, সে বিষয়েও কিছুই জানতে পারেননি তারা। পেমেন্ট না পাওয়ায় দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল বিদেশি ক্রিকেটারদের। তবে শেষ পর্যন্ত গতকাল সবকিছু সমাধান হওয়ায় এখন দেশে ফিরতে পারবে বিদেশী ক্রিকেটাররা।

পূর্ববর্তী নিবন্ধসোনাইরকুল আন্তঃ ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধবর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব আর্চারি সম্পন্ন