সোনাইরকুল আন্তঃ ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

| সোমবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর ধলই ইউনিয়ন ৯নং ওয়ার্ডে সোনাইরকুল একাদশের ব্যবস্থাপনায় ও নাগরিক হোন্ডিংস্‌ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সোনাইরকুল আন্তঃ ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় সোনাইরকুল ওয়ারিয়রস্‌ এর মুখোমুখি হয় সোনাইরকুল কিংস। খেলা নির্দিষ্ট সময়ের মধ্যে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে সোনাইরকুল কিংসকে হারিয়ে শিরোপা জিতে সোনাইরকুল ওয়ারিয়র্স। ম্যাচটি পরিচালনা করেন সৈয়দ আরিফুল ইসলাম জয়। ফাইনালে ম্যাচ সেরা হয় সৈয়দ বোরহান উদ্দিন। টুর্নামেন্ট সেরা হয় মো. তাসরিফ এবং সেরা গোলকিপার নির্বাচিত হয় মো. মাসুদ। রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন মো. রবিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ২নং ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল মনছুর। খেলায় বিশষ অতিথি ছিলেন ইউপি সদস্য মো. মহিন উদ্দিন মঈন, মো. ওয়াসিম চৌধুরী, সৈয়দ মো. সালাউদ্দিন সোহরাব, মো. জাবেদ, মো. আবু রাশেদ খান রাকিব, মো. ইদ্রিছ, মো. জামাল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা এবং সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বে ছিলেন সোনাইরকুল একাদশের সৈয়দ তানভীর, মিজানুর রহমান, মো. রাশেদ, সাব্বির, সাগর, বাবু, মনজু, মিরাজ, হান্নান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধপারিশ্রমিক ইস্যুর সমাধান হয়েছে রাজশাহির ঢাকা ছাড়ছেন দলের বিদেশি ক্রিকেটাররা